- Back to Home »
- পিসিতে রবি সিম দিয়ে ২৪ ঘন্টা সেইরাম স্পীডে আনলিমিটেড ডাউনলোড, ব্রাউজিং করুন 100%
Posted by : Mohammed Abir Hasan
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
পিসিতে রবি সিম দিয়ে ২৪ ঘন্টা সেইরাম স্পীডে আনলিমিটেড ডাউনলোড, ব্রাউজিং করুন
ভালো আছেন । আল্লাহ্সুবানুতালার অশে'স রহমতে আমি ও ভাল ই আছি।
এর আগে রবি হ্যাক নিয়ে পিডি প্রক্সি নিয়ে ICMP দিয়ে কানেক্ট হত না। আর UDP দিয়ে কানেক্ট করলে এমবি কাটত। এর সব সমস্যার সমাধান আজ পাবেন।
প্রথমে পিডি প্রক্সিতে এক্ুন্ট খুলুন এখানথেকে http://www.pdproxy.com/signup.htm।

এরপর আপনার ইমেল এ গিয়ে একাইন্ট টা কনফার্ম করুন। এরপর পিডি প্রক্সি ডাউনলোড করুন http://downloads.pdproxy.com/PD-Proxy_VPN.zip এখন একাউন্ট খোলার সময় User name and Password টা লিখে রাখুন। এরপর আপনার মডেম কানেক্ট করুন । মডেম এর সেটিংস হবে Profile name: Robi Internet, APN: internet , Dial number: *99#


।
ও আরেক টা কথা । রবি সিম এ নেট কানেক্ট করতে এমবি লাগে। তাই 1 MB কিনে
নিন 2.30 পয়সা দিয়ে এর পর কানেক্ট করুন। আচ্ছা মডেম কানেক্ট এর বিষয় টা
গেল। এখন আসি পিডি প্রক্সিতে। এরপর PD-Proxy VPN.Zip ফাইলটি খুলুন। এখানে
পিডি প্রক্সি ওপেন করুন


এখানে মার্ক করা যায়গায় অন্য পোর্ট আসলে আপনার এমবি কাটবে। আর কানেক্সন UDP দিবেন। আর পোর্ট 53 আসলে এমবি কাটবে না। এথম বার এ না আসলে বারবার চেষ্টা করুন তারপর পোর্ট 53 আসলে বুঝবেন আপনি ফ্রি চালাতে পারেন।

রাতে ডাউনলোড স্পিড প্রায় 160-167 থাকে দিনে 70 কেবিপিএস পাই । আমি 3জি এলাকায় না। তবে আমার বাসার পাসে রবির টাওয়ার।

আবার রাত 12 টার পর পোর্ট 53 কাজকরে না। তাই তখন ICMP দিয়ে কানেক্ট করুন।

এবার আসি লিমিট নিয়ে। এই পদ্ধতিতে 100MB use করতে পারবেন। এভাবে একাধিক আকাউন্ট দিয়েআনলিমিটেড ব্যাবহার করুন। আমি ছাত্র ক্লাস 10 এ পরি। তাই সবসময়ে ব্লগে আসার টাইম পাই না। তাই আমার কাছে কোন প্রন্ন থাকলে আমার ফেসবুকে যগাযগ করুন। http://www.facebook.com/imon.mahmud.73
http://www.facebook.com/imon.mahmud.74
http://www.facebook.com/taushifmahmud.imon
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ
