Posted by : Mohammed Abir Hasan মঙ্গলবার, ৬ মে, ২০১৪


প্রথমত প্রশ্ন হচ্ছে ভেরিফাইটা কি?
এটা দ্বারা আসলে বুঝা যায় এই ফেসবুক পেজটি ঐ ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের নিজস্ব ফেসবুক পেজ।
কারণ জনপ্রিয় ব্যক্তি বা ব্র্যান্ডের ফেসবুকে একাধিক পেজ থাকায়, কোনটা আসল এটা আসলে বোঝা কঠিন, এজন্য ফেসবুক এই ফিচার চালু করে।
পেজটি ভেরিফাই কিনা বোঝার জন্য পেজটির নামের পরেই সাদা-নীল টিক চিহ্ন দেওয়া থাকে।
নিচের চিত্রে দেখুন জাফর ইকবাল স্যারের ফেসবুক পেজ; যার পাশে টিক চিহ্ন দেখেই বোঝা যায় যে-পেজটি ভেরিফাইড।
ভেরিফাই করার পদ্ধতিঃ
  • ফেসবুক পেজে অফিসিয়াল ওয়েব এড্রেস যোগ করা এবং সেই ওয়েবসাইটে আপনার ফেসবুক পেজের লিঙ্ক রাখা।
  • প্রোফাইলে অফিসিয়াল ওয়েবের ডোমেইনের ই-মেইল ঠিকানা যোগ করা এবং ঐ ই-মেইল ভেরিফাই করা।
  • “About The Page”  অংশটি সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ পূরণ করা।
  • সর্বোপরি পেজের ভিজিটর, ফলোয়ার, লাইকার অনেক বেশি থাকতে হবে।
এই পদ্ধতি অনুসরণ করলেই আপনার পেজ ভেরিফাই হবে এমন নিচ্চয়তা নয়, তবে ফেসবুক কে জানালে তারা পর্যবেক্ষণ করে জানাবে।
(কারণ এটি বিশেষ বিশেষ পার্সনদের অফিসিয়াল পেজ চেনাতে এই সেবা-সবার জন্য না, তবে ধীরে ধীরে তারা পরিধি বাড়াবে জানায়)
ধন্যবাদ সবাইকে।

**কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো লাগলে কমেন্ট করলে খুশি হব**

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Bdbanglar24.blogspot.com - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -