- Back to Home »
- গুগল অ্যাডসেন্স »
- আসুন মাত্র ২ ঘন্টা মধ্যে অ্যাডসেন্স নেন সহজে চমকে যা্ওয়ার মত..
Posted by : Mohammed Abir Hasan
মঙ্গলবার, ৬ মে, ২০১৪
আসসালামুআলাইকুম। অনেক দিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। শুনলাম গুগল নাকি বাংলাদেশে আবার ব্যাংক এর মাধ্যমে টাকা দেওয়া শুরু করবে!!! সত্যি নাকি? কেউ কি কিছু জানেন?
আমার এই অ্যাডসেন্স পাওয়ার বেবস্থা অনেকেই হয়ত জানেন!! আবার অনেকে জানেন না।আপনারা অনেকেই আবার ১০০০/২০০০ টাকা দিয়ে অ্যাডসেন্স কেনেন। যারা জানেন না, তাদের জন্য আমার এই পোস্ট।
যা যা লাগবেঃ
০১.একটা জি-মেইল আকাউণ্ট।
০২.বাংলাদেশি মোবাইল নাম্বার(গুগল ভেফিফিকেসন এর জন্য)
০৩.প্রথমে ইউটিউবে একটি চ্যানেল খুলুন।
০৪. আপনার লোকেশন ইউনাইটেড স্টেট দিন।
০৫.আপনার অ্যাকাউন্ট ভিডিও মোনাটাইজেশন করুন।
০৬.যে কোন একটি ইউনিক ভিডিও আপলোড করুন।আপনার নিজের ভিডিও।
০৭.মোনাটাইজেশন ট্যাবে যেয়ে অ্যাডসেন্সের পাবার জন্য আবেদন করুন।
০৮.অ্যাডসেন্সে আপনার মূল ঠিকানা (বাসা নাম্বার, রাস্তা, থানা, সহর) সঠিক ভাবে দিন এবং অবশ্যই আপনার দেশ সঠিকভাবে দিন।
০৯.একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি যেন এর আগে অ্যাডসেন্সের জন্য ডিসঅ্যাপ্রুভ না হয়ে থাকে।( এ জন্য নতুন জি- মেইল ব্যবহার করুন)।
১০. এইখানে অ্যাডসেন্স আপ্রুভ হলে আপনি টা আপনার ব্লগ/সাইট এ ব্যবহার করতে পারবেন।
আরেকটু ভাল ভাবে বোঝার জন্য ইউটিউবের এই ভিডিওটি দেখতে পারেন। বাংলার টিউটোরিয়াল। এইখানে ক্লিক করুন ইউটিউব এর জন্য।
এবার ২ ঘন্টা অপেক্ষা করুন। ২ ঘন্টা পর আপনার ইনবক্স চেক করে দেখুন। কি মেইল এসেছে? কি অ্যাপ্রুভড? যদি অ্যাপ্রুভড হয় তবে কি করবেন? মিষ্টি খাওয়াবেন? সেটা যেহেতু খেতে পারছি না তাই আপাতত কমেন্ট করে জানালেই খুশি হবো।
